হবিগঞ্জ সদর উপজেলায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে স্বপন মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে উপজেলার লুকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহত স্বপন ওই গ্রামের সুরত আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, দীর্ঘদিন ধরে উপজেলার কাশিপুর গ্রামের সালামত মিয়া ও সুলতান আহমেদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সূলতান পক্ষের সমর্থক স্বপন নিহত হন। এসময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৮/হিমেল