মৌলভীবাজারের রাজনগরে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় আলী আহমদ (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার কলেজ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে রাজনগর থানার ওসি (তদন্ত) মো. আবু তাহের জানান, সকালে কলেজ পয়েন্ট এলাকা দিয়ে যাচ্ছিলেন আলী আহমদ। এসময় সামনে থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নিহত আলী আহমদের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। তিনি পেশাগত কারণে রাজনগরে বসবাস করতেন।
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ