ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খাদের পানিতে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও সাতজন আহত হন। রবিবার সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহতের নাম মো. রায়হান শেখ (৪৫)। তার বাড়ি যশোরের কোতয়ালী থানার ভিকুটিয়া গ্রামে।
এ ব্যাপারে করিমপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ, উপ পরিদর্শক নিজামুল ইসলাম জানান, যশোর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস দ্রুতগতির কারণে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার মো. সাইফুজ্জামান জানান, মাইক্রোবাস থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া কয়েকজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ