টাঙ্গাইল সদর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপিদের) চাকরি জাতীয়কেণের দাবিতে ২য় দিনের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন সদর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের সভাপতি মোঃ সজিব, সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক মেহেদি হাসান,ও কোষাধ্যক্ষ আমজাদ হোসেন প্রমূখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের সদস্য মতিন, হাবিবা, শাকিলা, আমেনাসহ টাঙ্গাইল সদর কমিউনিটি হেলথ কেয়ার এর কর্মরত কর্মকর্তাবৃন্দ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন