বগুড়ার ধুনট উপজেলায় ব্যাটারিচালিত ইজি বাইকের ধাক্কায় সাকিম হোসেন (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত সাকিম হোসেন উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং বনগাড়া কেজি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলছাত্র সাকিম হোসেন শনিবার দুপুর ১২টার দিকে বনগাড়া কেজি স্কুল থেকে লেখাপড়া শেষে বাড়ি ফেরার পথে নাংলু গ্রামের মোড়ে এলে পিছন দিক থেকে আসা বাটারিচালিত একটি ইজিবাইক সাকিমকে ধাক্কা দেয়। পরে আহত স্কুলছাত্র সাকিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, স্কুলছাত্র সাকিম হোসেনে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রের্কড করা হয়েছে।
বিডিপ্রতিদিন/২১ জানুয়ারি ২০১৮/ ই জাহান