আশুলিয়ায় (১৩) বছরের এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত দিনমজুর বাদল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার রাতে আশুলিয়ার ভাইদাইল এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ভাদাইল এলাকায় পরিবারের সাথে ওই কিশোরী বসবাস করে স্থানীয় একটি স্কুলে পড়াশুনা করে। মেয়েটির পরিবারের লোকজন পারিবারিক কাজে বাসার বাইরে থাকার সুযোগে সন্ধার পর বখাটে দিনমজুর বাদল মিয়া মেয়েটির রুমে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে বখাটে বাদলকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এদিকে, এই ঘটনায় আশুলিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া মেয়েটির চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৮/হিমেল