যশোর সদর উপজেলার একটি ধানক্ষেত থেকে ইয়াসিন নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইয়াসিন ওই গ্রামের টাইলস মিস্ত্রি ওয়াসিমের ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকে ইয়াসিনকে বাড়িতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে রাত ৮টার দিকে ভেকুটিয়া বাজারের পেছনে ধানক্ষেতের মধ্যে ইয়াসিনকে খুঁজে পান স্থানীয়রা। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত