লালমনিরহাটে বিশেষ অভিযানে বিএনপির ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
গ্রেফতারকৃত নেতাকর্মীরা হলেন-কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া (৩৮), হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (৪০) ও লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকার বিএনপি কর্মী মজনু মিয়া (৩৫)।
শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, পুলিশ পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন