যশোরে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীসহ মোট ৪৯ জনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে জেলার আট উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা পুলিশের কন্ট্রোলরুমে দায়িত্বরত পুলিশ সদস্য জসিম উদ্দিন।
এ ব্যাপারে তিনি বলেন, আটকদের মধ্যে ১৮ জন বিএনপি ও একজন জামায়াতের নেতাকর্মী রয়েছেন। তাদের দুপুরের দিকে আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ