বাগেরহাটের মোরেলগঞ্জে ২৬০ পিস ইয়াবাসহ নাজমুল হাসান শুকুর (২৫) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বাগেরহাট ডিবি পুলিশের একটি দল শুক্রবার রাত ১১টার দিকে ফেরিঘাট থেকে তাকে আটক করেন। এ ঘটনায় শনিবার বেলা ১১টায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
বারইখালী গ্রামের আলম মুন্সির ছেলে শুকুর মোরেলগঞ্জ সদর বাজারের সোনালী ব্যাংক রোড়ে মোবাইল হসপিটালের মালিক।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক শেখ মইনুল ইসলাম বলেন, শুকুর একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী এমন তথ্যের ভিত্তিতে তাকে অনুসরণ করা হয়। শুক্রবার রাতে সে গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়ে। তার নিকট থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে।
বিডি প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল