মেহেরপুরের শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয় অাসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৫০ গ্রাম গাঁজাও জব্দ করা হয়।
পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেন। জেলার সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ