'ফ্রিল্যান্সিং আর স্বপ্ন নয়, ফ্রিলেন্সিং এখন বাস্তব' এই স্লোগানকে সামনে রেখে এই প্রথমবারের মতো নেত্রকোনায় ফ্রিল্যান্সিং এর ফ্রি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় জেলার এক ঝাক তরুণ ফ্রিল্যান্সারদের উদ্যোগে সাতপাই চক্ষু হাসপাতাল সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে ৫০ দিনের ফ্রি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক খালিদ হোসাইন।
এ সময় পৌরসভার সাবেক কাউন্সিলর এস এম মহসীন আলম, সাংবাদিক ও সংগঠক আলপনা বেগম, সোহান আহমেদ কাকন, ফ্রিল্যান্সার সোহায়েব আহমেদ, শাহরিয়ার আমান সানি, দিলোয়ার হোসেন, এম এ হালিম ও শাহিন আহমেদ উপস্থিত ছিলেন।
শুরুতেই ফিতা কেটে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন শেষে ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেটের মাধ্যমে আয় বিষয়ে একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। এ সময় প্রথম ব্যাচে পৌর শহরের ১৮ জন শিক্ষার্থী ৫০ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল