সিরাজগঞ্জের শাহজাদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বিচার দাবির পাশাপাশি নিহত সহকর্মীকে স্মরণ করতে শাহজাদপুরে কর্মরত সাংবাদিকরা শোক র্যালি, মানববন্ধন ও স্মরণ সভার আয়োজন করেছে।
শনিবার সকাল ৯টা থেকে কালো ব্যজ ধারণ করেন সাংবাদিকরা। সকাল সাড়ে ১১টায় শাহজাদপুর প্রেসক্লাবের সামনে থেকে এক শোকর্যালি বের করা হয়। এতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাস, বগুড়া ব্যুরো প্রধান মোহন আকন্দ, সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার উপদেষ্টা সরিফ মাসুদ, সমকালের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিসহ সিরাজগঞ্জ ও শাহজাদপুরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিকেলে প্রেসক্লাবের উদ্যোগে শাহজাদপুর ইব্রাহিম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত বছরের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিতে আহত সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল পরদিন ৩ ফেব্রুয়ারি মারা যান। এ ঘটনায় পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ১৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন নিহত সাংবাদিকের স্ত্রী নুরুন্নাহার খাতুন। মামলার প্রধান আসামী বহিস্কৃত পৌর মেয়র হালিমুল হক মিরু এ মামলায় প্রায় এক বছর ধরে কারাবন্দি রয়েছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন