সাতক্ষীরার পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় থেকে এবং অপরজনের লাশ আশাশুনি উপজেলার বেতনা নদী থেকে উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা শহরের সঙ্গীতা মোড়ে অবস্থানরত সাতক্ষীরাগামী মামুন পরিবহন থেকে ফিরোজ মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি হবিগঞ্জ জেলার দক্ষিণ ল্যাংগাপাড়া এলাকার মৃত ময়না মিয়া তালুকদারের ছেলে। তার শ্বশুরবাড়ি সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায়। পুলিশের ধারণা স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
পুলিশ ফিরোজ মিয়ার মরদেহ উদ্ধার করে পোস্টমটামের জন্য সাতক্ষীরার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এদিকে, আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি গ্রামের বেতনা নদীর পাড় থেকে ইস্রাফিল হোসেন নামের এক ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের মোসলেম সরদারের ছেলে।
নিহতের পিতা মোসলেম সরদার জানান, ইস্রাফিল হোসেন প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে আর বাড়ি ফিরে আসেনি। আজ শনিবার বেলা ১২টার দিকে বেতনা নদীর চরে মহেশ্বরকাটি নামক স্থান থেকে স্থানীয়রা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে যেয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্দৃত্তরা তাকে গলা টিপে হত্যা করে লাশ বেতনা নদীর তীরে ফেলে দিয়ে তার ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে। নিহতের মরাদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব