বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের গুড়িয়ার খাল থেকে জামাল গাজী (৪২) নামে এক কাঠ মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। জামাল গাজী পার্শ্ববর্তী গাড়রিয়া ইউনিয়নের মৃত চাঁন গাজীর ছেলে।
নিখোঁজের ৫দিন পর আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে তার লাশ উদ্ধার করে পুলিশ। গত সোমবার তার শ্বশুর বাড়ী কলসকাঠী ইউনিয়নের গুড়িয়া এলাকা থেকে নিখোঁজ হন জামাল গাজী।
বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক জানান, জামাল গাজী তার শ্বশুর বাড়িতে থেকে বিভিন্ন এলাকায় গিয়ে কাঠ মিস্ত্রির কাজ করতো। গত সোমবার সকালে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর দিন শেষে আর ঘরে ফেরেনি জামাল গাজী। শনিবার সকালে গুড়িয়ার খালে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মেডিকেলে প্রেরন করে।
মৃতদেহে কোন আঘাতের চিহ্ন নেই দাবী করে পুলিশ পরিদর্শক আব্দুল হক জানান, স্থানীয়রা পুলিশকে জানিয়েছে জামাল গাজী মাঝে মধ্যে নেশা করতো। ধারনা করা হচ্ছে নেশাগ্রস্থ অবস্থায় খালের উপর সাকো থেকে পড়ে জামাল গাজীর মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর প্রকৃত কারন নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা বলে তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর