সরকারি ভাবে ই-সেবার প্রচারণা, তথ্য প্রযুক্তি ব্যবহার ও তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে খুলনায় শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮।
আগামী সোমবার থেকে খুলনা সাকিট হাউস মাঠের এ মেলায় ই-সেবা, ডিজিটাল সেন্টার, ব্যাংক, জেলা ব্রান্ডিং, শিক্ষা ও তরুণ উদ্ভাবকদের স্টল থাকবে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।
আজ শনিবার মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। মেলায় রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারের উপপরিচালক ইশরাত জাহান উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর