বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মুলাদী জোনাল অফিসের এজিএম শ্রী নগেন্দ্র নাথ সিংয়ের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তাকে মুমূর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে তিনি প্রাতঃভ্রমনে বের হলে মুলাদী পৌর এলাকার তেরচর বাংলা লিংক টাওয়ার সংলগ্ন এলাকায় তার ওপর হামলা চালানো হয়। হামলায় এজিএম নগেন্দ্র নাথের মাথা ও হাত ফেটে গেছে।
মুলাদী থানার ওসি মতিউর রহমান জানান, হামলার ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। লিখিত অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন। জানা গেছে, হামলাকারী জসিম এক ভ্যান চালক। তাকে দিয়ে কোন পক্ষ এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৭টার দিকে মুলাদী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের তের চর বাংলা লিংক টাওয়ার এলাকায় প্রাতঃভ্রমন শেষে বাসায় ফিরছিলেন এজিএম শ্রী নগেন্দ্র নাথ সিং। এসময় আকস্মিক তার উপর হামলা চালিয়ে তার মাথা ফাঁটিয়ে দেয়া হয়। পিটুনিতে একটি হাতও ভেঙ্গে যায়।
বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর মুলাদী জোনাল অফিসের ডিজিএম রেজায়েত আলী বলেন, ঘটনার শিকার নগেন্দ্র নাথ সিং শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না। তবে এ ব্যাপারে আইনগত পদক্ষেভপ নেওয়ার কথা বলেন তিনি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর