বরিশালের আগৈলঝাড়ার সেরাল গ্রামে সালিসি বৈঠকে চলাকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে বাবা-মা ও মেয়েসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছে। গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সেরাল গ্রামের আবু কালাম হাওলাদার ও একই বাড়ির কবির হাওলাদার তাদের নিজেদের বাড়ির রাস্তার জন্য গত শুক্রবার রাতে স্থানীয়দের উপস্থিতিতে নিজেদের (কবির) বাড়িতে শালিশ বৈঠকে বসে। সালিসি বৈঠকে আবু কালাম রাস্তার জন্য জায়গা দিতে রাজি হলেও কবির কোন জায়গা দেবে না বলে শালিশ বৈঠকে হট্টগোল বাঁধায়। হট্টগোলের এক পর্যায়ে কবিরের নেতৃত্বে তার ভাগ্নে হাশেম ও তার লোকজন আবু কালাম, তার স্ত্রী নূরজাহান বেগম, মেয়ে পারভীন, নার্গিস ও সোনিয়াকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আগৈলঝাড়া থানার এসআই মিজানুর রহমান জানান, তিনি আহতদের খোঁজ খবর নিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার