শরীয়তপুরের জাজিরায় আড়াচন্ডিমোড় সরিষা ক্ষেত থেকে ঝর্ণা বেগম (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় এ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় জাজিরা থানা পুলিশ।
নিহত ঝর্ণা জাজিরা থানায় বিলাশপুর সুরথখার কান্দি নুরু মুন্সীর মেয়ে। সে উখোলা বাজারর ক্লিনিক চাকরি করতো। নদী গর্ভে বসতবাড়ি চলে যাওয়ার পর থেকে জাজিরায় আড়াচন্ডিমোড় এলাকায় সহ-পরিবারে বসবাস করতেন
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল বিষয়টি নিশ্চিত করে জানায়, খবর পেয়ে লাশটি উদ্ধর করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে ঘটনার বিস্তারিত জানা যাবে।
বিডিপ্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান