মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে শ্রীমঙ্গলের কলেজ রোডের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া চম্পা দে (৪৫) স্থানীয় প্রমি হেলথ কেয়ারের মালিক। আটককৃতরা হলেন শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া গ্রামের মো. শুকুর আহমদ (৪৮), রাজাপুর গ্রামের মোহিত আহমদ (৩৫) ও কমলগঞ্জের গুলেরহাওর গ্রামের কাউসার আহমদ (২৫)।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, গত বৃহস্পতিবার শমশেরনগর থেকে ব্যবসায়ী চম্পা দে-কে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে নিয়ে যায় কয়েকজন। মুক্তিপণ চেয়ে পরে তার পরিবারের কাছে ফোন করে অপহরণকারীরা। ওই ফোনকলের সূত্রধরে শনিবার রাতে শ্রীমঙ্গলের কলেজ রোডের একটি বাসা থেকে চম্পাকে উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়। পরে ওই ব্যবসায়ী বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল