মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ও জামায়াতের-শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে আজ ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল