ফরিদপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে সমন্বিত স্বাস্থ্য সেবা ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্যান্সার সোসাইটি ফরিদপুরের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সামাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নইম মোঃ আবদুস সবুর, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এস এম খবিরুল ইসলাম, ডায়াবেটিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ জহিরুল ইসলাম মিয়া, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আফজাল হোসেন প্রমুখ।
বাংলাদেশ ক্যান্সার সোসাইটি ফরিদপুর জেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল