গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হান্নান সিকদারসহ (৬৫) তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি গ্রেফতারকৃতরা হলেন-কাশিয়ানী উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জাফর সিকদার (৪৬) ও সদস্য মোস্তফা সিকদার (৬০)।
আজ দুপুরের মধ্যে তাদের ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানা যায়। এর আগে শনিবার রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনূর হোসেন জানান, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে খায়েরহাট গ্রামে ওই তিনজন নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার