গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও উপজলো যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মোত্তালিব সরকার বকুলকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতার আব্দুল মোত্তালিব ওই গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে। আজ সকালে উপজেলার জামালপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধা ডিবি পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মেহেদী হাসান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার