চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে সান্তাল (সাঁওতাল) শিশুদের জন্য সান্তালি বর্ণমালায় পাঠ্যপুস্তক প্রণয়নের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের ব্যানারে আজ বেলা ১১ টায় নাচোল বাসষ্ট্যান্ড মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন পেশার শতাধিক আদিবাসী শিক্ষার্থী, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুর্মু, সান্তাল সমন্বয় পরিষদের সভাপতি কর্ণে লিউস মুর্মু, তাবিথা সংবাদের সম্পাদক স্টেপান সরেন, সাঁওতাল লেখক ফোরামের সাধারণ সম্পাদক প্রভাত টুডু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলা হরফে সান্তালি ভাষায় লিখনে কিছু শব্দের বিকৃত হয় যা সমাজের জন্য খুবই বিরক্তের। তাই তারা সরকারকে প্রাক্ প্রাথমিক বিদ্যালয়ে সান্তাল শিশুদের জন্য সান্তালি বর্ণমালায় দ্রুত পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি জানান। পরে নাচোল আদিবাসী একাডেমীতে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল