সিরাজগঞ্জে অসুস্থজনিত কারণে ফুল মাহমুদ (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে দু’টি হত্যা মামলায় ৬০ বছরের কারাদণ্ড ভোগ করছিল। মৃত ফুল মাহমুদের বাড়ি সদর উপজেলার চর হরিপুর গ্রামে।
সিরাজগঞ্জ পজলা কারাগারের সুপার আল-মামুন জানান, ফুল মাহমুদ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সপ্তাহ খানেক আগে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ায় শুক্রবার তাকে কারাগারে আনা হয়। শনিবার রাতে আবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার