নাশকতার আশঙ্কায় মুন্সীগঞ্জে রবিবার দুপুরে বিএনপির দুই নেতা ও এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ৮ ফেব্রুয়ারি নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় বিএনপির দুই নেতা ও এক যুবদল কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আটককৃতরা হলেন- মুন্সীগঞ্জ সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, গজারিয়া উপজেলা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী, টংগীবাড়ি উপজেলার যুবদল কর্মী মো. সোহেল।
বিডি প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ