চাঁদপুরের মেঘনায় অভিযান চালিয়ে ৫৬০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। আজ রবিবার দুপুরে শহরের ইচুলী এলাকার গরীব, এতিম ও দুস্থদের মধ্যে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়।
এর আগে, শনিবার রাতে কোস্টগার্ড টহল দল দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি তাসরিপ-১ ও ৪ লঞ্চে তল্লাশি করে এসব জাটকা জব্দ করে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. সিঞ্চন আহমেদ বলেন, জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার