জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গত পহেলা ফ্রেব্রুয়ারী প্রকাশিত পরীক্ষার সময়সূচী বাতিল করে নতুন ভাবে সময়সূচী ঘোষনার দাবিতে চতুর্থ বর্ষের শিক্ষাথীরা গতকাল রবিবার ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা বিএম কলেজ সংলগ্ন সড়ক অবরোধ করলেও জনদুর্ভোগের কথা চিন্তা করে পরক্ষনেই ক্যাম্পাসে ঢুকে যায় তারা। একই দাবীতে আজ সোমবারও কলেজে বিক্ষোভের ঘোষনা দিয়েছেন আন্দোলনকারীরা।
বিএম কলেজের গণিত বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মো. আরিফ জানান, গত পহেলা ফেব্রুয়ারি পরীক্ষার সময়সূচী প্রকাশ করা করে জানানো হয় ২০ ফেব্রুয়ারি থেকে ৪র্থ বর্ষের পরীক্ষা শুরু হবে। সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে ১৩ ফেব্রুয়ারী। চতুর্থ বর্ষের বহু পরীক্ষার্থী তৃতীয় বর্ষের মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেবে। একই সময়ে তাদের পক্ষে তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশ গ্রহন সম্ভব নয়।
একই বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ইমরান হোসেন বলেন, তাদের বিভাগে চতুর্থ বর্ষের দেড়শ’ পরীক্ষার্থীদের মধ্যে ৮০ জনই তৃতীয় বর্ষের মানোন্নয়ন পরীক্ষার্থী। সবগুলো বিভাগেই প্রায় এক অবস্থা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচীর কারনে ৪র্থ বর্ষের পরীক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় পড়েছে বলে অভিযোগ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের।
তৃতীয় ও চতুর্থ বর্ষের বিষয় ভিত্তিক পরীক্ষা সময়সূচী অনুযায়ী একই দিনে কিংবা একই সময়ে পড়লে ওই পরীক্ষার্থীরা নিশ্চিত একটি বর্ষের পরীক্ষা থেকে বঞ্চিত হবেন। এতে তাদের একটি শিক্ষাবর্ষ পিছিয়ে পড়তে হবে বলে অভিযোগ পরীক্ষার্থীদের।
তারা জানান, ২০ জানুয়ারী চতুর্থ বর্ষের ফরম পূরনের সময়সীমা শেষে দ্রæত সময়ের মধ্যে পহেলা ফেব্রæয়ারী পরীক্ষায় সময়সূচী প্রকাশ এর আগে কখনও করেনি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের অভিযোগের বিষয়েবিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান সিকদার বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। শিক্ষার্থীদের বিক্ষোভের কথা তিনি শুনেছেন। তাদের দাবীর বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার