বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি জামায়াতের কর্মকাণ্ডে আগামী সংসদ নির্বাচন নিয়ে মানুষ কঠিন উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে রয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচন হবে একটি কঠিন নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী হতেই হবে। এজন্য প্রতিটি ভোট সেন্টারে গ্রহণযোগ্য সাহসী নেতাকর্মীদের নিয়ে সেন্টার ভিত্তিক কমিটি গঠন করতে হবে।
আজ দিনাজপুরের বোচাগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে সদস্য নবায়ন সংগ্রহ ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি উপরোক্ত কথাগুলো বলেন খালিদ মাহমুদ।
বিএনপি জামায়াত যাতে নির্বাচন বানচাল করতে না পারে এজন্য এখন থেকেই নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেন, সরকার সাংবিধানিক ধারাবাহ্যিকতা রক্ষা করার পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ আইনের শাসন প্রতিষ্ঠা করেছে বলেই এতিমের টাকা আত্মসাৎ করায় খালেদা জিয়ার বিচার হচ্ছে। আগামী ৮ফেব্রুয়ারী এ মামলার রায় হবে।
অপরদিকে, রবিবার দিনাজপুরের সেতাবগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৭০লক্ষ টাকা ব্যায়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. সারওয়ার মোর্শেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফসার আলী, মাদ্রাসার অধ্যক্ষ রুস্তম আলী, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার, ম্যানেজিং কমিটির সদস্য যথাক্রমে মো. শাহ নওয়াজ, মো. আলতাফুর রহমানসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার