মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামে রোববার অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি শর্টগান, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ জাহাঙ্গীর সরকার নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। রবিবার বিকেল পর্যন্ত মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে সন্ত্রাসী জাহাঙ্গীরকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১১ ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানী কমান্ডার নাহিদ হাসান জনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ জাহাঙ্গীর সরকার নামে সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
বিডি প্রতিদিন/এ মজুমদার