মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকা থেকে আজ বিএনপির ৩ নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন- গজারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক আলী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ফকির ও বিএনপি কর্মী মো. সোহেল।
সদর থানার ওসি আলমগীর হোসেন জানান, আজ শহরের থানারপুল এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির ৩ নেতাকর্মীকে আটক করা হয়। আগামী ৮ ফেব্রুয়ারিতে নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে তাদের আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার