নাটোরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক ও ছাত্র নিহত হয়েছে। এসময় রাব্বী (১৫) নামে অপর এক মাদরাসা ছাত্র আহত হয়েছে।
রবিবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে শহরের মোহনপুর এলাকায় ডিসি লেকের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিংড়া উপজেলার গুনাইঘারা কওমী মাদরাসা শিক্ষক আব্দুর রব (৩৫) ও ছাত্র রজব আলী (১২)।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই ছাত্রসহ শিক্ষক আব্দুর রব মাদরাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে ডিসি লেকের সামনে একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান।
একই সময়ে বগুড়াগামী একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে শিক্ষক আব্দুর রব ও ছাত্র রজব আলী ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত