খুলনায় পুনর্বাসন কার্যক্রমে ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ, মুদি দোকানের সামগ্রী, ভ্রাম্যমাণ চায়ের দোকানের সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া অতিবৃদ্ধদের রেশনিং ব্যবস্থায় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে খুলনা সার্কিট হাউজ মাঠে খুলনা ভিক্ষুক মুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পূনর্বাসন সংস্থার আয়োজনে এ উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ। তিনি বলেন, ভিক্ষাবৃত্তি ছাড়ার জন্য দৃঢ় মনোবলই যথেষ্ট। প্রত্যেক এলাকার ধনাঢ্য ব্যক্তিরা সেই এলাকার ভিক্ষুকদের পুনর্বাসনের দায়িত্ব নিলে সহজেই ভিক্ষুকমুক্ত করা সম্ভব।
এছাড়া মসজিদভিক্তিক কমিটি করেও এ কার্যক্রম পরিচালনা ও পর্যবেক্ষণ করার ওপর গুরত্ব দিতে হবে। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া ও খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান