খুলনা ও বাগেরহাটের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৯ কোটি টাকা।
রবিবার কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মা ইলিশ ও জাটকা নিধনরোধে নিয়মিত অভিযানে এসব জাল উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিডি প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত