পাবনার ঈশ্বরদী উপজেলার ১০ মামলার আসামি আবুল কাশেম লোলোকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোর রাতে ঈশ্বরদী পৌর এলাকার ফতেহমোহাম্মদপুর লোকোসেড পানির ট্যাংকি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়।
আবুল কাশেম ঈশ্বরদী পৌর এলাকার ফতেহমোহাম্মদপুর লোকোসেড এলাকার মঞ্জুর রহমান বিশ্বাসের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, ঈশ্বরদীর শীর্ষ সন্ত্রাসী ও ১০ মামলার আসামি লোলো সম্প্রতি জেল খেটে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করেছিলেন। খবর পেয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন রবিবার গভীররাতে অভিযান চালিয়ে শহরের লোকোসেড পানির ট্যাংকি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল