মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের বিশেষ অভিযানে রবিবার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জামায়াত-শিবির ও বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সদর ও গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে দুই থানার পুলিশ।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।
সোমবার আটক নেতাকর্মীদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে সোপর্দ করা হবে।
এদের মধ্যে মেহেরপুর সদর থানায় ৪ বিএনপি কর্মী ও গাংনী থানায় ২ বিএনপি এবং ১ জামায়াত কর্মী রয়েছে।
বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ