ঝিনাইদহে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াতের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৭টি ককটেল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে জেলায় নাশকতার পরিকল্পনা করছিল বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। এ সময় অভিযান চালিয়ে মহেশপুর থেকে একটি ককটেলসহ ১২ জামায়াত, কোটচাঁদপুর থেকে ৩ জামায়াত, কালীগঞ্জ থেকে একজন জামায়াত ও একজন বিএনপি এবং সদর ও হরিণাকুন্ডু থেকে ৬টি ককটেলসহ ৫ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন মামলায় জেলার ৬ উপজেলা থেকে আরও ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব