বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮ ফেরুয়ারির রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় বরগুনার পাথরঘাটায় ছাত্রদল ও জামায়াতের ৪ নেতাকর্মীকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। আজ ভোর রাতের দিকে তাদেরকে আটক করা হয়।
এরা হলেন পাথরঘাটা পৌর শহর থেকে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি এসমে শিকদার, পৌর ছাত্রদলের সহসভাপতি মো. রাহাদুল ইসলাম রাহাত, নাচনাপাড়া ইউনিয়ন থেকে জামায়াত নেতা এসকান্দার আলী ও তার পুত্র শিবির নেতা মো. ইমরান।
পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো.খবীর আহম্মেদ নিশ্চিত করে বলেন, সারাদেশে নাশকতার আশঙ্কায় তাদেরকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল