বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে কক্সবাজারের চকরিয়া থানার পুলিশ। রবিবার রাত ৮টার দিকে চকরিয়া পৌরশহর চিরিঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। আহসান ফাইতং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধূইল্যাছড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী। তিনি জানান, রবিবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরশহর চিরিঙ্গা থেকে তাকে ১ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
নির্ভরযোগ্য সূত্র জানায়, শেখ এইচ এম আহসান উল্লাহ ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তাকে ছাড়িয়ে নিতে কয়েক লাখ টাকার মিশন নিয়ে একটি প্রভাবশালী মহল ব্যাপক তৎপরতা শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তার আহসান থানা হেফাজতে রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতা দাবি করে বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে আহসান উল্লাহ দীর্ঘদিন ধরে আদম ব্যবসায় সম্পৃক্ত রয়েছেন।
এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিন জানান, এক হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। (মামলা নং- ১০, ৫/০২/১৮)
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল