সাতক্ষীরার কলারোয়ায় নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন উপজেলার নিলকন্ঠপুর গ্রামের জহর আলীর ছেলে ইউনুস আলী মোল্লা (৪৬), ধানদিয়া গ্রামের নিয়ামতের ছেলে রাশিদুল ইসলাম, কিসমত ইলিপুর গ্রামের কাশেমের ছেলে আরিফুল (২৬), কলাটুপি গ্রামের নূর আলীর ছেলে আব্দুল মালেক (৫০),পূর্ব কোটা গ্রামের আকবরের ছেলে জাহাঙ্গীর (৪৮), পুটুনি (পূর্ব পাড়ার) গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে নূর ইসলাম (৪১) ও পিছলাপুর গ্রামের আব্দুল মাজেদ (৫০)।
বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল