ফরিদপুর শহরের উত্তর আলিপুর এলাকায় নেশাগ্রস্থ ছেলে মাকে পিটিয়ে হত্যা করেছে। আজ সকালে ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, উত্তর আলিপুর এলাকার জনৈক মোজাহার শেখের ছেলে রংমিস্ত্রি আক্কাস শেখ তার মা আমেনা বেগম (৫৫) লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। আক্কাস বিভিন্ন সময় তার মায়ের কাছ থেকে নেশার টাকা চাইতো।
আজ মঙ্গলবার সকালে আক্কাস নেশার টাকা চেয়ে না পেয়ে লাঠি দিয়ে মা আমেনা বেগমকে পেটাতে থাকে। একপর্যায়ে আমেনা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনার পর পরই ঘাতক ছেলে আক্কাস পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানান, উত্তর আলিপুর এলাকার অটোচালক মোজাহারের ৫ ছেলে-মেয়ের মধ্যে আক্কাস শেখ মেঝো। নেশাগ্রস্থ ছেলে সকালে মাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় আক্কাস শেখকে আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার