নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাজমা আক্তার রিতু নামে এক গৃহবধূকে হত্যা মামলায় কথিত স্বামী মো. লুৎফর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. লুৎফর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বীরপাশা এলাকার মৃত জিতু মিয়ার ছেলে। নিহত নাজমা আক্তার রিতু ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরের পৈরতলা এলাকার আবুল হাসেম মিয়ার মেয়ে।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০১৮ সালের রমজান মাসে সেলাই মেশিন কিনতে গিয়ে মো. লুৎফর রহমানের সঙ্গে নাজমা আক্তার রিতুর পরিচয় হয়। এরপর মোবাইলে কথাবার্তা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে লুৎফর রহমান ও রিতু স্বামী-স্ত্রী পরিচয়ে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় বাসা ভাড়া নেন।
এরপর ২০১৮ সালের ২২ জুন তাদের মধ্যে ঝগড়ার সূত্র ধরে রিতুকে শ্বাসরোধ করে হত্যা শেষে পালিয়ে যান কথিত স্বামী লুৎফর। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলার বিচারকাজ শেষে আদালত রায় ঘোষণা করেছেন।
বিডি প্রতিদিন/কেএ