আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলা রায় প্রদানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় শিবগঞ্জ থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নিরাপত্তা হিসেবে সোমবার সন্ধ্যায় থানা গেটের সামনে বালু বোঁঝাই একাধিক বস্তা রাখা হয়েছে এবং সেখানে একজন পুলিশ সদস্য স্বশস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করছেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম হাবিব জানান, শুধু মামলার রায় কেন্দ্র করে নয়, রাজনৈতিক অবস্থা আগামীতে কেমন হবে সেদিকে লক্ষ রেখে পুলিশ নিরাপত্তা বেষ্টনি হিসাবে বালুর বস্তা রাখা হয়েছে।
এছাড়া এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনায় ও সড়কে পুলিশ মোতায়েন থাকবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসইন সাঈদীর মামলার রায়কে কেন্দ্র করে শিবগঞ্জে ব্যাপক তান্ডব চালায় জাময়াত-বিএনপি। এতে ১১জন নিহতসহ বহু আহত হয়। জ্বালিয়ে দেয়া হয় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ একাধিক ট্রাক।
বিডিপ্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান