স্বল্পমূল্যে দরিদ্র শ্রেণির মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সিরাজগঞ্জের কামারখন্দে ৫০ শয্যা বিশিস্ট ‘খোকন চ্যারিটেবল ফাউন্ডেশন হসপিটাল’ চালু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হসপিটালের চেয়ারম্যান জাহান আরা বেগম এর উদ্বোধন করেন।
এ সময় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, টিপু মুন্সী, জেলা প্রশাসক কামরুনাহার সিদ্দীকা, হসপিটালের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ, খোকন চ্যারিটেবল ফাউন্ডেশন হসপিটালের ম্যানেজিং কমিটির সদস্য তারিকু আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন হাসপাতালের চিকিৎসগন উপস্থিত ছিলেন।
হাসপাতালটিতে মাত্র ১০ টাকা মূল্যের টিকিটের মাধ্যমে দেশের নামকরা কনসালটেন্টের মাধ্যমে চিকিৎসা সেবা-পরীক্ষা নিরীক্ষা করা হবে।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল