দিনাজপুরে গত ৪৮ ঘণ্টায় বিএনপি-জামায়াতের ১৬ জনসহ ২২ জনকে আটক করেছে পুলিশ। নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি তারা।
পুলিশ কন্ট্রোল রুম জানায়, সোমবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন মামলার আসামি ১৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বিএনপির ৯ জন এবং জামায়াতের ৪ জন রয়েছে। বাকি ৬ জন বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। মঙ্গলবার ভোর রাতে শহর থেকে বিএনপির তিনজনকে আটক করেছে পুলিশ।
কোতয়ালী থানার ওসি রেদোয়ানুর রহিম জানান, নাশকতার অভিযোগে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবকারুজ্জামান জুয়েল, শহরের ৭নং ওয়ার্ডের রনী ওরফে ভীম, শামীমসহ তিনজনকে মঙ্গলবার ভোর রাতে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল