আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায়ের দিন মাথায় কাফনের কাপড় বেধে রাজপথে অবস্থান নেবে খুলনা বিএনপি। এতে হামলা-লাঠিচার্জ বা গণগ্রেফতার করা হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। আজ দুপুরে দলীয় কার্যালয়ে নগর বিএনপির সাথে অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করে রাজপথে শান্তিপূর্ণ অবস্থান নেবে। সভায় উপস্থিত ছিলেন, জাফরউল্লাহ খান সাচ্চু, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, শফিকুল আলম তুহিন। এসময় বিএনপির নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি, গ্রেফতার ও হয়রানির নিন্দা জানানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার