নেত্রকোনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ও অমর একুশে বইমেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টায় সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা: খালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরূল আমিন, শিক্ষক নাজমুন হাসান, নারী প্রগতি সংঘের আলী আমজাদসহ অন্যান্যরা।
মেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যকোন বিষয় রাখা হবে না। মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবন প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। বই মেলায় এবছর ৪০টি স্টল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা