দিনাজপুরের বোচাগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলাটি বেশ জটিল হয়ে পড়েছে। ইতিমধ্যে এ ঘটনায় পুলিশ বিরলের ফুলবাড়ী গ্রামের অবিনাশ দেব শর্মার ছেলে পরিতোষ চন্দ্র দেব শর্মা এবং ভিকটিমের ভাইকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
ভিকটিমের পরিবার, পুলিশের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ তুলেছে। অপরদিকে পুলিশ বলছে, ভিকটিমের দেয়া তথ্য অনুযায়ী তার ভাইকে আটক করা হয়েছে। আদালতের অনুমতি পেলে তার ভাইয়ের ডিএনএ টেস্ট করা হবে। তবে ভিকটিমের ভাইকে গত ২৮ জানুয়ারি আটকের পর থেকে বিস্ময় প্রকাশ করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে পরিবারের সদস্যসহ এলাকাবাসী।
বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রউফ অভিযোগ অস্বীকার করে জানান, মামলার তদন্তের স্বার্থেই ডিএনএ পরীক্ষার রিপোর্টের বিষয়ে কিছু বলা যাবে না। তবে এই মামলাটি বেশ জটিল। ভিকটিমের দেয়া তথ্য অনুযায়ী তার ভাইকে আটক করা হয়েছে। আদালতের অনুমতি পেলে তার ভাইয়ের ডিএনএ টেস্ট করা হবে। এই মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
এলাকাবাসী ও পুলিশ জানান, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে ওই কিশোরীর সঙ্গে বিরল উপজেলার ফুলবাড়ী গ্রামের পরিতোষ চন্দ্র দেব শর্মার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দিয়ে পরিতোষ শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এতে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। পরিতোষ তাকে বিয়ে করতে অস্বীকার করলে ২০১৭ সালের ১৪ মে আদালতে মামলা দায়ের করে ভিকটিমের পরিবার। পরে এই ঘটনায় পুলিশ পরিতোষকে গ্রেফতারও করে। একই বছরের সেপ্টেম্বরে ওই কিশোরী একটি কন্যা সন্তান জন্ম দেয় এবং পরে সন্তানটি মারা যায়। তবে আটক পরিতোষ দাবি করে এই সন্তান তার নয়। পরে আদালতের নির্দেশে গত ২৬ সেপ্টেম্বর ডিএনএ পরীক্ষা করা হয়। তবে পুলিশ ডিএনএ রিপোর্ট গোপন রাখে। গত ২৮ জানুয়ারি এই মামলায় ভিকটিমের ভাইকে পুলিশ আটক করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার