রংপুরের বদরগঞ্জ উপজেলায় গোপন বৈঠক চলাকালে তিন জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার গোপিনাথপুর ইউপির বোর্ডহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার রামনাথপুর ইউপি জামায়াতের সভাপতি চাঁন মিয়া সরকার (৫৫), গোপিনাথপুর ইউপি জামায়াতের সেক্রেটারি মশিউর রহমান (৩২) ও জামায়াতের বায়তুল মাল সদস্য আব্দুল্লাহ্ আল মুজাহিদ (৪০)।
বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহিনুর আলম জানান, নাশকতার জন্য বোর্ডহাটে গোপন বৈঠক চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে নাশকতা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম